News71.com
 Sports
 25 Mar 21, 11:07 PM
 542           
 0
 25 Mar 21, 11:07 PM

ঘুষ নেওয়ার অভিযোগে।। সেপ ব্লাটারের নিষেধাজ্ঞা বাড়ল ২০২৮ সাল পর্যন্ত

ঘুষ নেওয়ার অভিযোগে।। সেপ ব্লাটারের নিষেধাজ্ঞা বাড়ল ২০২৮ সাল পর্যন্ত

 

স্পোর্টস ডেস্কঃ সাবেক সভাপতি সেপ ব্লাটারের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ঘুষ নেওয়ার অভিযোগে নতুন করে এই শাস্তির মেয়াদ ছয় বছর আট মাস বাড়ানো হলো বলে এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে। একই মেয়াদে শাস্তি বাড়ানো হয়েছে ফিফার সাবেক সেক্রেটারি জেনারেল জেরোম ভালকেরও। আগের শাস্তি অনুযায়ী ব্লাটার ও ভালকের নিষেধাজ্ঞার মেয়াদ যথাক্রমে চলতি বছরের অক্টোবর ও ২০২৫ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল।

 

ফিফার এথিক্স কমিটি এই নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই এক মিলিয়ন সুইস ফ্রাংক জরিমানাও করেছে। ৮৫ বছর বয়সী ব্লাটার ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পাশাপাশি ব্রাজিল কনফেডারেশন কাপ টুর্নামেন্টে ২৩ মিলিয়ন সুইস ফ্রাংক ঘুষ হিসেবে গ্রহণ করেছিল বলে এথিক্স কমিটি অভিযোগ প্রমাণ করে। অন্যদিকে ব্লাটারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ৬০ বছর বয়সী ভালকে। ব্লাটারের ১৭ বছরের সভাপতি মেয়াদে ভালকেও প্রায় ৩০ মিলিয়ন সুইস ফ্রাংক অবৈধভাবে আয় করেছেন বলে অভিযোগ উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন