News71.com
 Sports
 25 Mar 21, 09:49 AM
 397           
 0
 25 Mar 21, 09:49 AM

তামিমকে আউট না দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ।। জেমিসনের শাস্তি

তামিমকে আউট না দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ।। জেমিসনের শাস্তি

 

স্পোর্টস ডেস্কঃ তামিম ইকবালকে আউট না দেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় শাস্তি পেয়েছেন কাইল জেমিসন। নিউজিল্যান্ডের এই পেসারকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ১৫তম ওভারে জেমিসনের বলে ড্রাইভ করেন তামিম। নিচু হয়ে ফিরতি ক্যাচ নেন এই পেসার। কিন্তু এই ক্যাচ নিয়ে সন্দেহ হলে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয় সিদ্ধান্ত।

 

টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত দেন। রিপ্লেতে দেখা যায়, জেমিসনের হাতের বল স্পষ্ট মাটিতে স্পর্শ করে। এ সময় মাঠের বড় পর্দায় নটআউট সিদ্ধান্তটি দেখা গেলে হতাশার ভঙ্গি করেন কিউই পেসার। এমন আচরণে ম্যাচ রেফারি জেমিসনকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করে। সেই সাথে এই পেসারের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন