News71.com
 Sports
 24 Mar 21, 07:11 PM
 391           
 0
 24 Mar 21, 07:11 PM

বিয়ের কারণে প্রথম ম্যাচে জাম্পাকে পাচ্ছে না।। রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরু

বিয়ের কারণে প্রথম ম্যাচে জাম্পাকে পাচ্ছে না।। রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরু

 

স্পোর্টস ডেস্কঃ এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে পাচ্ছে না রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন। ২৮ বছর বয়সী স্পিনার জাম্পা গত বছর তিনটি ম্যাচ খেলেছিলেন ব্যাঙ্গালুরুর হয়ে। তবে এবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাকে পাচ্ছেন না বিরাট কোহলিরা।

 

হেসন বলেন, “প্রথম ম্যাচে আমরা আমাদের সকল বিদেশী খেলোয়াড়দের পাচ্ছি না। অ্যাডাম জাম্পা বিয়ে করছে। এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা প্রত্যাশা করি, তার সময়টা ভালো কাটুক। যখন সে আমাদের সাথে যোগ দিবে তখন সে চাঙ্গা হয়েই যোগ দিবে এবং টুর্নামেন্টের বাকি সময়টাতে আমাদের জন্য বড় অবদান রাখবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন