News71.com
 Sports
 22 Mar 21, 08:20 PM
 413           
 0
 22 Mar 21, 08:20 PM

হঠাৎ দেশে ফিরছেন সাকিব॥বাড়ছে জল্পনা

হঠাৎ দেশে ফিরছেন সাকিব॥বাড়ছে জল্পনা

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট জগতের আলোচনার কেন্দ্রে এখন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করায়, টাইগার এই তারকাকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এমন সময় জানা গেল, আজ সোমবার গভীর রাতে ঢাকায় ফিরছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব। ওয়াসিম খান বলেন, ‘সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছে।’

সাকিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বোর্ডের কয়েক জন কর্মকর্তার ‘দায়িত্বের প্রতি অবহেলা’ নিয়ে মন্তব্য করেন। এরপর বোর্ড থেকে জরুরি সভা ডেকে, তার আইপিএল খেলার অনুমতি বাতিলের ইঙ্গিত দেয়। পরে রবিবার রাতে সাকিব আরও একধাপ এগিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। যা ঠিক মনে করি, তা বলে দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন