News71.com
 Sports
 22 Mar 21, 12:00 PM
 393           
 0
 22 Mar 21, 12:00 PM

ক্রিকেট॥ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন ভারত লিজেন্ডস

ক্রিকেট॥ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন ভারত লিজেন্ডস

স্পোর্টস ডেস্কঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত লিজেন্ডস। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে শিরোপা জিতে ভারত। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে স্বাগতিক ভারত। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে শ্রীলঙ্কা। ভারতের দারুণ এই জয়ে ইউসুফ পাঠানের অলরাউন্ড নৈপুণ্যের ছিল বড় ভূমিকা। ইউসুফ প্রথমে ব্যাট হাতে ঝড় তুলে ভারতকে এনে দেন বড় সংগ্রহ। এরপর বল হাতেও ঘূর্ণি জাদু দেখান তিনি। এই ডানহাতির ঘূর্ণিতেই লঙ্কানদের টপ অর্ডার ধসে পড়ে। তবে লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ ভালো ছিল শ্রীলঙ্কার। অধিনায়ক তিলকারত্নে দিলশানকে নিয়ে ওপেনিং জুটিতে ৬২ রান যোগ করেন সনথ জয়সুরিয়া। তবে এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দুই ওপেনারকে ফেরান ইউসুফ। স্কোর বোর্ডে ২৯ রান যোগ করতে ৪টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দলটি।

ভারতের পক্ষে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান ইউসুফ। আর ২৯ রানের খরচায় ২টি উইকেট নেন তার ভাই ইরফান পাঠান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেটে যুবরাজ সিংয়ের সঙ্গে দারুণ এক জুটিতে সে চাপ সামলে নেন অধিনায়ক শচীন টেন্ডুলকার। গড়েন ৫৩ রানের দারুণ এক জুটি। এরপর অধিনায়ক ফিরে গেলে ইউসুফ পাঠানকে নিয়ে আরো একটি দারুণ জুটি গড়েন যুবরাজ। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইউসুফ। ৪১ বলে ৬০ রান আসে যুবরাজের ব্যাট থেকে। এছাড়া ২৩ বলে ৫টি চারে শচীন ৩০ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট তিলকারত্নে দিলশান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন