News71.com
 Sports
 21 Mar 21, 10:52 PM
 334           
 0
 21 Mar 21, 10:52 PM

ব্যাট হাতে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি॥

ব্যাট হাতে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি॥

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার সঙ্গে প্রথমবার ওপেন করতে নেমে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ক্যারিয়ারে ২৮তম হাফসেঞ্চুরি করার পাশাপাশি অধিনায়ক হিসেবে সর্বাধিক টি-টোয়েন্টি রানের মালিক হলেন কোহলি। একই সঙ্গে টপকে গেলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চকে। গতকাল শনিবার (২০ মার্চ) মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি।দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে ২৮ তম হাফসেঞ্চুরি আসে বিরাটের ব্যাট থেকে। ৫২ বলের ইনিংসে ২টি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি হাঁকান কোহলি। রোহিতের সঙ্গে ওপেনিং জুটিতে ৯৪ রান যোগ করে ভারতকে বড় রানে পৌঁছে দেন ক্যাপ্টেন কোহলি। এতদিন ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক রানের মালিক ছিলেন ফিঞ্চ। ৪৫টি টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্বে দিয়ে ১৫০২ রান করলেন কোহলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন