News71.com
 Sports
 21 Mar 21, 10:49 PM
 390           
 0
 21 Mar 21, 10:49 PM

আমি যা-ই করেছি লিগ্যালি করেছি॥ক্রিকেটার নাসির

আমি যা-ই করেছি লিগ্যালি করেছি॥ক্রিকেটার নাসির

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে নিয়ে কদিন আগেই দেশজুড়ে তুলকালাম হয়েছিল। তাদের বিয়ের পর এক ব্যক্তি দাবি করেন, ৯ বছরের কন্যা সন্তানের মা তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। পরে নাসির-তামিমা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যখ্যা করেন। রোববার (২১ মার্চ) আবারও নাসিরের মুখে শোনা গেল পুরনো ইস্যু।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবার নাসির গণমাধ্যমকে বলেন, 'আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করবো। আর ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত- একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’ নাসির-তামিমা এখন ভালো আছেন। তবে তাদের বিয়ে নিয়ে দেশজুড়ে যা হয়েছে, তাতে দুজনেই হতাশ। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মৌসুম। নাসির মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন