স্পোর্টস ডেস্কঃ আবারও ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি টানা দ্বিতীয় বার সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এর আগে জুভেন্টাসে অভিষেকের পরের মৌসুমেই ২০১৯ সালে পুরস্কারটি হাতে তুলেছিলেন পর্তুগিজ অধিনায়ক। তবে গত বছর করোনার কারণে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়নি। গত মৌসুমে রোনালদো ৩৩ লিগ ম্যাচে ৩১টি গোল করেছিলেন।