স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। বিগ ম্যাচে মুখোমুখি হবে গত বছরের দুই ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে দু'দল। আরেক হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে, আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। প্রথম শিরোপার খোঁজে থাকা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।
পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে লড়বে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। কোয়ার্টারের প্রথম লেগ মাঠে গড়াবে ৬ ও ৭ এপ্রিল। এক সপ্তাহ বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। ২৭ ও ২৮ এপ্রিল হবে সেমিফাইনালের প্রথম লেগ। মে মাসের প্রথম সপ্তাহে হবে সেমির দ্বিতীয় লেগ। আর ২৯ মে ইস্তাম্বুলে হবে আসরের ফাইনাল।