News71.com
 Sports
 19 Mar 21, 08:48 PM
 493           
 0
 19 Mar 21, 08:48 PM

ফুটবল॥ ২ বছর পর ফ্রান্সের জাতীয় দলে ওসমান ডেম্বেলে

ফুটবল॥ ২ বছর পর ফ্রান্সের জাতীয় দলে ওসমান ডেম্বেলে

স্পোর্টস ডেস্কঃ আগামী সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ওসমান ডেম্বেলে। আগামী বুধবার ইউক্রেনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দিদিয়ের দেশমের ফ্রান্স। পরের ম্যাচ ২৮ মার্চ স্বাগতিক কাজাখস্তানের বিপক্ষে। এ ম্যাচের তিন দিন পর বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে আরো একটি ম্যাচ খেলবে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এ তিনটি ম্যাচ খেলবে দেশম শিষ্যরা। এ জন্য দলও ঠিক করে ফেলেছেন কোচ। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ওসমান ডেম্বেলে। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর ইনজুরির কারণে ছিটকে পড়েন। দীর্ঘদিন পর আবারো কপাল খুলেছে এই বার্সা তারকার। এ মৌসুমে বার্সেলোনার হয়ে ফর্মে আছেন এই উইঙ্গার। এরই পুরস্কার পেলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন