News71.com
 Sports
 17 Mar 21, 08:18 PM
 399           
 0
 17 Mar 21, 08:18 PM

ক্রিকেট ॥ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিতে মুখোমুখি শচীন-জয়সুরিয়া

ক্রিকেট ॥ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিতে মুখোমুখি শচীন-জয়সুরিয়া

স্পোর্টস ডেস্কঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিফাইনালে ভারত লিজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা লিজেন্ডস। বুধবার (১৭ মার্চ) ভারতের রায়পুরে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারত লিজেন্ডসের নেতৃত্বে দিচ্ছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এছাড়া এই দলে আছেন বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও ইরফান পাঠানদের মতো তারকারা। এছাড়া শ্রীলঙ্কা দলের নেতৃত্বে আছেন তিলকরত্নে দিলশান। দলে আছেন সনাৎ জয়সুরিয়া, রাসেল আরনল্ড, রঙ্গনা হেরাথ ও অজান্তা মেন্ডিসের মতো তারকারা। এদিকে, শুক্রবার (১৯ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ লিজেন্ডস ও ইংল্যান্ড লিজেন্ডস।

ভারত লিজেন্ডস স্কোয়াডঃ
শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মানপ্রিত গনি।

শ্রীলঙ্কা লিজেন্ডস স্কোয়াডঃ
তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্থাকা জয়াসিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকারা, রাসেল আর্নল্ড, অজান্থা মেন্ডিস, পারভেজ মাহরুফ, সনাৎ জয়াসুরিয়া, মানজুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন