News71.com
 Sports
 17 Mar 21, 11:51 AM
 401           
 0
 17 Mar 21, 11:51 AM

ফুটবল ॥ কোপা আমেরিকা ফুটবলে এবার প্রথমবারের মতো ১০ দল

ফুটবল ॥ কোপা আমেরিকা ফুটবলে এবার প্রথমবারের মতো ১০ দল

স্পোর্টস ডেস্কঃ করোনার স্থবিরতা কাটিয়ে মাঠে গড়িয়েছে ফুটবল। তবে এখনও স্বাভাবিক হয়নি বিশ্ব। করোনার নতুন নতুন ধরন বাড়াচ্ছে আতঙ্ক। তারই জের ধরে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ফুটবলে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ১০ দল নিয়ে। লাতিন আমেরিকার বাইরের কোনো দল অংশ নিচ্ছে না এই আসরে। করোনার কারণে গত মাসে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় এশিয়ার দুই দল কাতার ও অস্ট্রেলিয়া।

এই দু’টি দলের বিকল্প ভেবেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ (কনমেবল)। কিন্তু ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি। নিজেদের ১০ দল নিয়েই এই আসর শুরুর ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট কমিটি। এবারকার আসর বসবে দু’টি দেশে, আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। যা প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম, দুটি দেশে বসবে টুর্নামেন্ট। আগামী ১১ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা টুর্নামেন্টের। এ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। বি গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে ইকুয়েডর, ভেনিজুয়েলা, পেরু ও কলম্বিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন