News71.com
 Sports
 17 Mar 21, 11:40 AM
 374           
 0
 17 Mar 21, 11:40 AM

ক্রিকেট॥ ৫ ম্যাচের সিরিজে ২-১'য়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ক্রিকেট॥ ৫ ম্যাচের সিরিজে ২-১'য়ে এগিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ তৃতীয় ম্যাচে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে মাত্র ২ উইকেটে জয় তুলে নেয় থ্রি লায়নরা। ম্যাচ সেরা হয়েছেন জস বাটলার। শুরুটা একেবারে ভাল হয়নি স্বাগতিকদের। রোহিত শর্মা আর লোকেশ রাহুলের জুটি মাত্র ৭ রানের। খালি হাতে ফেরেন রাহুল। ১৫ রান করে সতীর্থের পথ ধরেন শর্মাও। হাল ধরতে ব্যর্থ ইশান কিশান। তবে অধিনায়ক বিরাট কোহলি খেলেছেন এক প্রান্ত আগলে। প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। সঙ্গ দিয়েছেন রিশাব পান্ত। এরই মধ্যে ফিফটি তুলে নেন বিরাট। ২৫ রানে ফেরেন পান্ত। বাকিরা ছিলেন আশা যাওয়ার মিছিলে। তবে কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৭ রানে।

জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ডও। তবে জস বাটলার খেলেছেন দেখে শুনে। জেসন রয়ের দ্রুত বিদায়ের ঘাটতি পুশিয়ে নেন এই ব্যাটার। সময়ের সাথে খেলেছেন হাত খুলে। মাঝে মালান ১৮ রানে ফিরলেও, জনি বেয়ারস্টো হাল ধরেছেন বাটলারের সঙ্গে। ৫২ বলে ৮৩ রান করেন বাটলার আর ২৮ বলে ৪০ রানে অপরাজিত থাকনে বেয়ারস্টো। ফলে ৮ উইকেটের জয় নিশ্চত হয় ইংলিশদের। সেই সাথে ৫ ম্যাচের সিরিজে ২-১'য়ে এগিয়ে গেল সফরকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন