স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলের ছিটকে পড়ার মূল দায় পড়েছিল তার কাঁধে। শুরু হয়েছিল প্রচণ্ড সমালোচনা। তবে সেসব সমালোচনা যে তিনি গায়ে মাখেন না তা পরিস্কারও করে দিয়েছিলেন। বলেছিলেন চ্যাম্পিয়নরা জবাব মাঠেই দেয়। হ্যাঁ জবাবটা মাঠেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কাইয়ারির বিপক্ষে মাত্র ৩৩ মিনিটেই হ্যাটট্রিক করে জুভেন্টাসের জয় এনে দেন এই পর্তুগিজ যুবরাজ!
প্রতিপক্ষের মাঠে রবিবার (১৪ মার্চ) রাতে সেরি আর ম্যাচে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন জিওভান্নি সিমেওনে। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পোর্তোর বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন। দলের চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে যাওয়া দেখেন মাঠে থেকেই। তবে সেই হতাশা পেছনে ফেলে কাইয়ারির বিপক্ষে শুরু থেকে জ্বলে ওঠেন রোনালদো।
ম্যাচের দশম মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন রোনালদো। ২৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি-বক্সে তাকেই স্বাগতিক গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সাত মিনিট পর দারুণ নৈপুণ্যে তৃতীয়বার জালে বল পাঠান রোনালদো। পাল্টা আক্রমণে বাঁ থেকে ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে ৫৭তম হ্যাটট্রিক পূর্ণ হয় রোনালদোর।