স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপ্পে, ইউলিয়ান ড্রাক্সলার, লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া—এই তারকাদের নিয়েও ঘরের মাঠে অবনমন অঞ্চলের দল নঁতের কাছে হেরে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল পিএসজি। অথচ এই তারকাদের নিয়ে দুনিয়ার যেকোনো দলকেই বলেকয়ে হারানো যায়।
রবিবার (১৪ মার্চ) রাতে পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যাওয়া পিএসজি ২-১ গোলে হেরেছে। ইউলিয়ান ড্রাক্সলারের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কোলো মুয়ানি। পরে মোজেস সিমোনের গোলে দারুণ জয় নিয়ে ফেরে নঁত। এই হারে টেবিলের শীর্ষে থাকা লিলকে পয়েন্টের হিসেবে ছোঁয়ার সুযোগ হারাল পিএসজি। ২৯ ম্যাচে লিলের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মাওরিসিও পচেত্তিনোর দল।