News71.com
 Sports
 14 Mar 21, 09:35 PM
 338           
 0
 14 Mar 21, 09:35 PM

প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজারী ক্লাবে।। ভারতীয় অধিনায়ক মিতালি

প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজারী ক্লাবে।। ভারতীয় অধিনায়ক মিতালি

 

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের চার ম্যাচে তিনটি অনবদ্য রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। সিরিজের প্রথম ম্যাচে তিনি তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন। তৃতীয় ম্যাচে প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন।

 

এবার সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৭ হাজার রানের গণ্ডি টপকে যান মিতালি। এই মাইলফলক ছুঁতে মিতালির প্রয়োজন ছিল ২৬ রান। সিরিজের চতুর্থ ম্যাচে ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৪৫ রান করেন মিতালি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়া হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন