স্পোর্টস ডেস্কঃ কয়দিন আগে মাঝরাতে নিজ দেশের নারী ক্রিকেটারের সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়েছিলেন ইংল্যান্ডের এক ক্রিকেটার। এবার মাঝরাতের টুইটে শিরোনাম হলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তবে তিনি কারও সঙ্গে ঝগড়া করেননি, একটা টুইট করেছেন মাত্র। এতেই তার পেছনে লেগেছে মিডিয়া। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, যিনি প্রতিবার নকআউট রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো না কোনোভাবে চোটের কারণে মাঠের বাইরে থাকেন; তিনি কেন নিশিরাতে টুইট করবেন?
ব্রাজিলের স্থানীয় সময়ে তখন রাত ৩টা ৫৩ মিনিট। যে সময় বিশ্বের সব খেলোয়াড় এবং সাধারণ মানুষ ঘুমাতে যায়, তখন নেইমার টিভিতে বিশ্বখ্যাত রিয়্যালিটি শো 'বিগ ব্রাদার'-এর ব্রাজিলিয়ান সংস্করণ দেখছিলেন। সেই শো দেখার এক পর্যায়ে নিজের আবেগ আটকে রাখতে না পেরে টুইট করে বসেন। 'বিগ ব্রাদার' শো নিয়ে করা সেই টুইট দেখে চটে গেছে ফরাসি সংবাদপত্র 'লোকিপ'। তারা এটা নিয়ে সংবাদ প্রকাশ করে নেইমারকে রীতিমতো ধুয়ে দিয়েছে।
সংবাদপত্রটির বক্তব্য হলো, একজন খেলোয়াড় হিসেবে সুস্থ, নিরাপদ ও চোটহীন জীবন যাপন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রুটিনমাফিক চলা। ঠিক সময়ে খাওয়া, ঠিক সময়ে অনুশীলন করা, ঠিক সময়ে ঘুমানো। কিন্তু রাত ৪ টার সময় নেইমারের মতো বিশ্বসেরা ফুটবলার টিভি দেখলে তার ফিটনেস কীভাবে ঠিক থাকবে? চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে খেলতে পারেননি নেইমার। মূল একাদশ তো দূর, তাকে স্কোয়াডেই রাখা হয়নি।
'লেকিপ' এর মতে, নেইমারের বাঁধনহারা জীবনযাত্রাই একের পর এক চোটের জন্য দায়ী। সব মিলিয়ে বেশ চাপে আছেন নেইমার। জনসংযোগ কর্মকর্তা সেবাস্তিয়েন বেলেনকন্ত্রে নেইমারের কঠোর সমালোচনা করে বলেছেন, 'নেইমার এমন একজন খেলোয়াড়, যাকে আকাশছোঁয়া দাম দিয়ে কিনে এনেছে পিএসজি। যাতে তারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে। কিন্তু দেখা যাচ্ছে, মৌসুমের গুরুত্বপূর্ণ সময়গুলোতেই সে চোটে পড়ে থাকে। এই সময়ে কেউ টুইট করে? এই সময়ে টুইট করা নিজের হিতাহিত জ্ঞানকেই প্রশ্নের মুখে ঠেলে দেয়।'