স্পোর্টস ডেস্কঃ দলকে সমতা এনে দেওয়ার পর যোগ করা সময়ে জয় সূচক গোল করলেন করিম বেনজেমা। ফরাসি তারকার নৈপুণ্যে এলচেকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল পেছনে ফেলল রোনাল্ড কোম্যনের বার্সেলোনাকে। শনিবার লা লিগায় ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে থেকে ম্যাচটি শুরু করেছিল দলটি। টানা দুই ম্যাচে ড্রয়ের পর এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট হলো রিয়ালের। তাতে আলতেলিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নেমে এলো। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। অন্যদিকে দলটির সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।