News71.com
 Sports
 13 Mar 21, 02:44 PM
 555           
 0
 13 Mar 21, 02:44 PM

ইংল্যান্ডের আর্চার-উডদের বোলিং তোপ।। মুখ থুবড়ে পড়ল ভারত

ইংল্যান্ডের আর্চার-উডদের বোলিং তোপ।। মুখ থুবড়ে পড়ল ভারত

 

স্পোর্টস ডেস্কঃ ভারত কিছুদিন আগে ইংল্যান্ডকে টেস্টে ৩-১ ব্যবধানে হারিয়েছিল। তবে এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আর্চার-উডদের বোলিং তোপে মুখ থুবড়ে পড়ল ভারত। আহমেদাবাদে শুক্রবার (১২ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১২৫ রানের লক্ষ্যে সফরকারীরা পৌঁছে গেছে ২৭ বল বাকি রেখেই।

 

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ে সুর বেঁধে দিলেন জোফরা আর্চার। নিখুঁত লাইন, লেংথে বোলিং করে সঙ্গত করলেন মার্ক উড। তাদের সামনে লড়াই করতে পারলেন কেবল শ্রেয়াস আইয়ার। তার ফিফটির পরও তাই ১২৪ রানই মাত্র করতে পারল ভারত। বাকি কাজটা সহজেই সারলেন ইংলিশ ব্যাটসম্যানরা। অনায়াস জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েন মর্গ্যানের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন