News71.com
 Sports
 13 Mar 21, 02:43 PM
 365           
 0
 13 Mar 21, 02:43 PM

উন্নত মানের উইকেট তৈরির প্রয়াস।। সিলেটে স্টেডিয়ামের পিচে ঘাস রোপণ

উন্নত মানের উইকেট তৈরির প্রয়াস।। সিলেটে স্টেডিয়ামের পিচে ঘাস রোপণ

 

স্পোর্টস ডেস্কঃ উন্নত মানের উইকেট তৈরির লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডের পিচে নতুন ঘাসের বীজ রোপণ করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ক্রিকেট পিচে ঘাসের বীজ রোপণ করা হলো। আসন্ন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের ফাইনাল উপভোগ করতে এসে বীজ রোপণ প্রক্রিয়ার উদ্বোধন করেন বাংলাদেশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

 

বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী জানান, ভারত থেকে এই ঘাস আনা হয়েছিল এবং ঘাসের উন্নত সংস্করণ দিয়ে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ এর উইকেট তৈরিতে তা ব্যবহার করা হয়। বিসিবির ডিরেক্টর বলেন, 'এক নম্বর গ্রাউন্ডটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং স্থানীয় ও বিদেশি খেলোয়াড়রা এই উইকেটের প্রশংসা করেছে।'

 

মূলত ব্যাটসম্যান-বোলার উভয়েই সুবিধা পায় বা ব্যাটসম্যান বোলারদের মধ্যে ভারসাম্য আনার লক্ষেই পিচে ঘাস লাগানো হয়েছে। বিসিবির ডিরেক্টর আরও বলেন, 'এটি ঘাসের উন্নত সংস্করণ, যা ভারত থেকে আনা হয়েছিল। তবে এটি বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়ার জন্য উপযুক্ত। আমরা এখানে বিশ্বমানের উইকেট বানাতে চাই।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন