News71.com
 Sports
 12 Mar 21, 09:10 PM
 431           
 0
 12 Mar 21, 09:10 PM

এবারের এশিয়া কাপও ভেস্তে যেতে পারে।। খ্যাতিমান ধারাভাষ্যকার হর্ষ ভোগলে

এবারের এশিয়া কাপও ভেস্তে যেতে পারে।। খ্যাতিমান ধারাভাষ্যকার হর্ষ ভোগলে

স্পোর্টস ডেস্কঃ মোড়লরা শুধু মোড়লদের সঙ্গে খেলতে চায়। অন্যদের পাত্তা দিতে চায় না। তাই মোড়লদের সিরিজই তাদের কাছে গুরুত্বপূর্ণ। সব ঠিক থাকলে চলতি বছর জুনে শ্রীলঙ্কায় শুরু হতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ। এর আগে গত বছর করোনার কারণে টুর্নামেন্টটি হয়নি। এবছর পুনরায় আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও সেটা ভেস্তে যেতে বসেছে। কারণ, ভারত ওই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকবে!

 

১৮ থেকে ২২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির দল। এরপর আগস্টে তারা যাবে ইংল্যান্ড সফরে। কোহলিদের যেখানে দম ফেলারই ফুরসত নেই। ভারতের খ্যাতিমান এই ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্ষ ভোগলে তাই বলেছেন, এবারের এশিয়া কাপও ভেস্তে যেতে পারে। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপে আবারও দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন