News71.com
 Sports
 11 Mar 21, 12:14 PM
 403           
 0
 11 Mar 21, 12:14 PM

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা।।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা।।

 

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বুধবার রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত কিউই দলে সুযোগ পেয়েছেন নতুন তিন মুখ। তারা হলেন ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেল। কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। তার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। 

 

এছাড়া টাইগারদের বিপক্ষে সেরা পেস অ্যাটাকই থাকছে কিউইদের। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সঙ্গে আছেন কাইল জেমিসন ও ম্যাট হেনরি। ব্যাটিং অর্ডারে রয়েছেন অভিজ্ঞ রস টেলর, হেনরি নিকোলস ও পাওয়া ল্যাথাম।

 

নিউজিল্যান্ডের ওয়ানডে দলঃ

টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন