News71.com
 Sports
 11 Mar 21, 10:12 AM
 310           
 0
 11 Mar 21, 10:12 AM

গোল মিসের মহড়া দেখিয়ে বিদায় নিল বার্সেলোনা।।

গোল মিসের মহড়া দেখিয়ে বিদায় নিল বার্সেলোনা।।

 

স্পোর্টস ডেস্কঃ গোল মিসের মহড়ায়, নাটকীয় কিছু করা হলো না বার্সেলোনার। পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করে, দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারায়, চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ষোলো থেকে বিদায় নিলো কাতালানরা। এদিন দুর্দান্ত এক গোল করলেও, চ্যাম্পিয়ন্স লিগে ৬ বছর পর পেনাল্টি মিসের যন্ত্রণায় পুড়েছেন লিওনেল মেসি। তবে, পিএসজির হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমব্যাপ্পে।

 

না, এবার আর হলোনা। গোলের অগণিত সুযোগ নষ্ট করে কি আর এমন সমীকরণ মেলানো যায়! ৪ বছর আগে কাতালানদের বর্বর আঘাতে লুটিয়ে পড়া প্যারিস আবার দাঁড়ালো মাথা তুলে। আইফেল টাওয়ারের শহরে প্যারিসিয়ানদের এমন উন্নত শিরই তো মানায়। দোর্দণ্ড প্রতাপে স্প্যানিশদের হটাতে পেরেছে ফ্রেঞ্চরা, বিষয়টা একেবারে তা নয়। তবে ঘর আগলে রাখার চেষ্টায় সফল পিএসজি। আরও নির্দিষ্ট করে বললে, কেইলর নাভাস। কোস্টারিকান গোলরক্ষকের বীরত্বেই তো রূপকথার পথটায় হাঁটা হলোনা কোম্যানদের। স্মৃতির পাতায় এখন লেখা শুধুই আফসোসের প্যারাগ্রাফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন