স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে খেলার স্বপ্ন দেখেন বিশ্বের সব ক্রিকেটার। কিন্তু এ যাত্রায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে না ভারত আর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। কারণ লর্ডসে নয়, সাউথহ্যাম্পটনে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যা শুরু হবে আগামী ১৮ জুন থেকে। চলবে ২২ জুন পর্যন্ত। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২৩ জুন।
কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, করোনা ভাইরাস পরিস্থিতির জেরে বিশ্ব লর্ডসে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে না। এবার সংবাদসংস্থা এএনআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন, 'কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সাউথহ্যাম্পটনে ফাইনাল হবে।' তবে আনুষ্ঠানিকভাবে আইসিসি এখনো কিছু জানায়নি।