News71.com
 Sports
 09 Mar 21, 05:19 PM
 411           
 0
 09 Mar 21, 05:19 PM

চ্যাম্পিয়ন্স লিগ।। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে জিততেই হবে জুভেন্টাসকে

চ্যাম্পিয়ন্স লিগ।। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে জিততেই হবে জুভেন্টাসকে

 

স্পোর্টস ডেস্কঃ নকআউটের ড্রতে পোর্তার নাম ওঠার পর কিছুটা স্বস্তিতে ছিলেন আন্দ্রেয়া পিয়েরলো। কিন্তু পর্তুগালের সেই ক্লাবটিই এখন তাঁর গলার কাঁটা। প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোদের যে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পোর্তো। আজ তুরিনে নিজেদের মাঠে ফিরতি লেগে তাই অগ্নিপরীক্ষা জুভেন্টাসের। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে জিততেই হবে। সেভিয়ার কাজটাও কঠিন। প্রথম লেগে নিজেদের মাঠে ২-৩ গোলে তাদের হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। গত সপ্তাহে কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাও হারিয়েছে ৩-০ গোলে।

 

পোর্তোর মাঠে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। বিরতির পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজ চ্যাম্পিয়নরা। তবে ৮২ মিনিটে মূল্যবান এক অ্যাওয়ে গোল নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। তাই আজ ১-০ গোলের জয় জুভেন্টাসকে পাইয়ে দিতে পারে শেষ আটের টিকিট।

 

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র ৬ গোল হজম করেছে জুভেন্টাস। আর সিরি ‘এ’তে নিজেদের মাঠে সর্বশেষ সাত ম্যাচের প্রতিটিতে গোল করেছে অন্তত দুটি করে। আজ তাই আত্মবিশ্বাসী হয়েই নামবে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন