স্পোর্টস ডেস্কঃ আহমেদাবাদের ঘূর্ণি উইকেটে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনই সফরকারী ইংল্যান্ডকে ২০৫ রানে অল-আউট করেছে ভারতের বোলাররা। জবাবে প্রথম দিন শেষে ১ উইকেটে ২৪ রান করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে তারা এখনো ১৮১ রানে পিছিয়ে। আজ টস ভাগ্য ছিল ইংল্যান্ডের পক্ষে। টস করতে নেমেই ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়া মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। দুজনেই ৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
আগের ম্যাচ ১২ ঘন্টায় হেরে যাওয়ার দুঃসহ স্মৃতি নিয়ে ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। ৫ ওভার পর্যন্ত কোন বিপদ হয়নি। ষষ্ঠ ওভারে প্রথমবারের মত বল করতে এসেই ২ রান করা ওপেনার ডম সিবলিকে বোল্ড করে ভারতকে সাফল্য এনে দেন আগের ম্যাচের হিরো বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। পরের ওভারেও অক্ষর
আরেক ওপেনার জ্যাক ক্রলির (৯) বিদায় নিশ্চিত করেন। ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। অধিনায়ক জো রুটকে (৫) ফিরিয়ে চাপ আরও বাড়িয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ।