News71.com
 Sports
 04 Mar 21, 11:09 AM
 440           
 0
 04 Mar 21, 11:09 AM

নাটকীয় জয়ে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা।

নাটকীয় জয়ে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা।

 

স্পোর্টস ডেস্কঃ আগের লেগে দুই গোলে হারের ফলে বার্সেলোনার সামনে সমীকরণটা ছিল কঠিন। কোপা দেল রের ফাইনালে উঠতে হলে সেভিয়াকে সেমিফাইনালের ফিরতি লেগে হারাতে হতো ৩-০ ব্যবধানে। ঠিক সে ব্যবধানের নাটকীয় এক জয় নিয়েই ফাইনালে উঠে গেছে রোনাল্ড কুমানের দল।

 

বুধবার (০৩ মার্চ) রাতে কাম্প ন্যুয়ে অতিরিক্ত সময়ে গড়ানো সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। পেনাল্টি সেভ করে এতে বড় অবদান রখেছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগান।

 

উসমান দেম্বেলের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। আর তৃতীয় গোলটি করেন পেদ্রির বদলি নামা মার্টিন ব্রাথওয়েট। ম্যাচের প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে বার্সেলোনা গোলের উদ্দেশে মোট ২২টি শট নেয়। এর আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে দৃষ্টিকটু রক্ষণাত্মক ফুটবল খেলা সেভিয়ার ছয় শটের তিনটি ছিল লক্ষ্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন