স্পোর্টস ডেস্কঃ ভারতের বিরাট কোহলিকে আধুনিক যুগের অধিনায়ক হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক স্টিভ ওয়াহ। দলনেতা হিসেবে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা স্টিভই বর্তমান ক্রিকেটের সেরা অধিনায়ক হিসেবে কোহলিকে বেছে নিয়েছেন। কোহলির নেতৃত্বগুন মন কেড়েছে স্টিভের। অধিনায়ক হয়ে যেভাবে দলকে সামলাচ্ছেন কোহলি, তা স্টিভের কাছে আধুনিক যুগের সেরা নেতৃত্বগুন মনে হচ্ছে।
দলের মধ্যে এমন এক মন্ত্র কোহলি দিয়েছেন, সেই মন্ত্রে ভারতীয় দল এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বলে জানান স্টিভ। তার মতে, 'কোনো কিছুই অসম্ভব নয়'- এই মনোভাবটা ভারতীয় দলের সকল খেলোয়াড়ের মনে গেঁথে দিয়েছেন কোহলি। তাই কোহলির নেতৃত্বগুনে ভারতীয় দল এখন অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। ভারত এবং ভারতীয় ক্রিকেটের উপরে এক তথ্যচিত্র তৈরি করেছেন স্টিভ। ভারতের সঙ্গে স্টিভের ভালোবাসার সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে 'ক্যাপচারিং ক্রিকেট : স্টিভ ওয়াহ ইন ইন্ডিয়া' নামের ওই তথ্যচিত্র।