News71.com
 Sports
 03 Mar 21, 11:22 AM
 414           
 0
 03 Mar 21, 11:22 AM

দুর্দান্ত রোনালদো।। ফের জয়ের ধারায় জুভেন্টাস

দুর্দান্ত রোনালদো।। ফের জয়ের ধারায় জুভেন্টাস

স্পোর্টস ডেস্কঃ আগের ম্যাচে ভেরোনার সঙ্গে ১-১ গোল ড্র করে পয়েন্ট হারিয়েছিল জুভেন্টাস। আর তাতেই সিরি আ'র শিরোপা ধরে রাখার লক্ষ্যে কিছুটা পিছিয়ে পড়ে জুভরা। কিন্তু এক ম্যাচ পরেই ঘরের মাঠে স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

 

ম্যাচের প্রথমার্ধে শক্তিশালী জুভেন্টাসে বিপক্ষে বেশ ভালোই লড়াই চালিয়েছে স্পেৎসিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারেনি তারা। ফেদেরিকো চিয়েসা, আলভারো মোরাতা আর ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।

 

তিন দিন আগে ভেরোনার মাঠে হোঁচট খাওয়া শিরোপাধারীরা এবার শুরুতেই গোল খেতে বসেছিল। ম্যাচের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণে স্পেৎসিয়ার ডিফেন্ডার রিকার্ডো মার্কিসার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন