News71.com
 Sports
 02 Mar 21, 01:26 PM
 421           
 0
 02 Mar 21, 01:26 PM

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে টপকানোর সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ।।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে টপকানোর সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ।।

 

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল ম্যাচটি জিতে লা-লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ওপর চাপ বাড়ানোর। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে যাওয়ার। তবে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষের গোলে মূল্যবান এক পয়েন্ট পাওয়াও চ্যাম্পিয়নদের জন্য কম স্বস্তির নয়।

 

সোমবার (০১ মার্চ) রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে সমতা টানেন মাদ্রিদের দলটির হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিউস জুনিয়র। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে ব্যবধানটা ১-১ করেন ভিনিসিয়াস।

 

এই ড্রয়ে থামলো প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোসদের টানা ৫ ম্যাচ জয়ের দৌড়। তবে পয়েন্ট ভাগাভাগি করায় বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে জিদানের শিষ্যরা। ২৫ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট সমান ৫৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে কাতালান জায়ান্টরা। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে সোসিয়েদাদ।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন