স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে দল নিয়ে রোমাঞ্চিত তামিম ইকবাল। কন্ডিশন যেমনই হোক পরিকল্পনা আর সামর্থ্য মতো খেলতে পারলে, যে কোনো দলকেই হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশের ওয়ানডে দলপতির। নিজেদের ফিট রাখতে সবাই রুমেই সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। শুধু তামিম নয়, মাঠে নামতে মুখিয়ে আছেন দলের সব ক্রিকেটাররাই। তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন। অধিনায়কত্ব পাবার পর, অভিষেকের জন্য অপেক্ষা করতে হলো প্রায় এক বছর। তার নেতৃত্বে প্রথম বিদেশ সফরে গেছে দল, তবে সেখানেও কতো বাধ্যবাধকতা। নিউজিল্যান্ডে পৌঁছানোর প্রায় সপ্তাহ পার হতে চললো, এখনো মাঠের মুখ দেখেননি ক্রিকেটাররা। আইসোলেশন নিয়ে কোনো সমস্যা না হলেও, আছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ।
দুই দফা কোভিড নেগেটিভ এসেছে সবার। আর একটা পরীক্ষা বাকি। সেখানে ফল পক্ষে থাকলেই পাওয়া যাবে মাঠে নামার অনুমতি। তার আগে নিজেদের ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই। তামিম বলেন, ‘কাল কোভিড টেস্ট নেগেটিভ আসলে আমরা পরশু থেকে জিম ব্যবহার করতে পারবো। এখানে দুইটা জিম আছে। গ্রুপে গ্রুপে ব্যবহার করতে পারবো। রুমের মধ্যে প্রায় ২৩ ঘণ্টা থাকতে হয়। রুমে সাইকেল আছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। সাইক্লিং করি। সব ঠিক থাকলে ৮ম দিন থেকে ছোট ছোট গ্রুপে মাঠে গিয়ে অনুশীলন করবো। আমরা সবাই মুখিয়ে আছি সেটার জন্য।