News71.com
 Sports
 01 Mar 21, 09:49 AM
 415           
 0
 01 Mar 21, 09:49 AM

দেশের ঘরোয়া ফুটবলের উন্নয়নে উদ্যোগ নিতে হবে ক্লাবগুলোকেই।। সালাম মুর্শেদী

দেশের ঘরোয়া ফুটবলের উন্নয়নে উদ্যোগ নিতে হবে ক্লাবগুলোকেই।। সালাম মুর্শেদী

স্পোর্টস  ডেস্কঃ দেশের ঘরোয়া ফুটবলের উন্নয়নে উদ্যোগ নিতে হবে ক্লাবগুলোকেই। বাড়াতে হবে অবকাঠামোগত উন্নয়ন। তাহলেই বাড়বে সমর্থক আর এগিয়ে আসবে পৃষ্ঠপোষক। এমন মন্তব্য করেছেন পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। এদিকে লিগে ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে বলেও জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি। ফুটবলের উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে একটি দেশের ঘরোয়া ফুটবল বা ক্লাব ফুটবল।

 

কিন্তু যখন সেই ক্লাব ফুটবলই ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মত কর্মকাণ্ডে কলুষিত হয়, তখন হুমকির মুখে পড়ে দেশের ফুটবল। বাংলাদেশের ক্লাব ফুটবল অঙ্গনেও এমন অভিযোগ উঠেছে আরামবাগ ও ব্রাদার্সের বিরুদ্ধে। স্বয়ং এএফসি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বর্তমানে চলছে তার তদন্ত। তবে সেই তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে তা স্পষ্ট করে এখনো জানায়নি বাফুফে। সালাম মুর্শেদী বলেন, একটা অভিযোগ এসেছে। আমাদের কমিটি আছে। তারা এটা নিয়ে কাজ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন