News71.com
 Sports
 01 Mar 21, 09:47 AM
 442           
 0
 01 Mar 21, 09:47 AM

ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউ-চেলসির ড্র।। লিভারপুলের জয়

ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউ-চেলসির ড্র।। লিভারপুলের জয়

 

স্পোর্টস ডেস্কঃ ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে জয় পেলো না কোন দল। গোলশূন্য ড্র হয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডর। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রেড ডেভিলরা। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ব্লু আছে ৫ নম্বরে। রাতের অন্য ম্যাচে, শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে এমন একটা রাতের অপেক্ষায় ছিলেন সমর্থকরা।

 

তবে ম্যাচ শেষে দুই কোচের চেহারায় খুশির আমেজ থাকলেও, মাঠের প্রাণ সমর্থকরা পাননি রোমাঞ্চের স্বাদ। জয়ের সৌরভ ছড়াতে পারেননি দু'দলের কোন ফুটবলারই। গেল অক্টোবরে ওল্ড ট্রাফোর্ডেও দু'দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিলো। এবার স্ট্যামফোর্ড ব্রিজেও সে একই চিত্র। এর আগে ম্যাচের শুরুতে কিছুটা আগ্রাসী হয়ে ওঠার চেষ্টা করেছিলো চেলসি।৩৭ মিনিটে হাডসন ওডোইয়ের ক্রসে গোলের সুযোগ পেয়েছিলেন জিরু। কিন্তু বুড়ো হারে কোন চমক দেখাতে পারেননি। উল্টো পোস্টে ধাক্কা খেয়ে আহত হন তিনি। দ্বিতীয়ার্ধেও চিলওয়েল-হাকিমের চেষ্টায় পানি ঢেলে দেন ডেভিড হিয়া। ৬১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের হৃদয়ে আশার সঞ্চার করেও, শেষ পর্যন্ত হতাশ করেছেন ম্যাকটমিন। এ ঘর-সে ঘর করে শুধুই নষ্ট হয়েছে সময়। আসেনি গোল। দুই জায়ান্টের দ্বৈরথ শেষ পর্যন্ত ড্র'য়েই শেষ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন