News71.com
 Sports
 28 Feb 21, 08:25 PM
 429           
 0
 28 Feb 21, 08:25 PM

হেল্লাস ভেরোনার বিপক্ষে ড্র করল রোনালদোর জুভেন্টাস।।

হেল্লাস ভেরোনার বিপক্ষে ড্র করল রোনালদোর জুভেন্টাস।।

 

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান সিরি আ’ লিগের শিরোপা ধরে রাখার অভিযানে আরও একবার হোচট খেয়েছে জুভেন্টাস। শনিবার রাতের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো গোল করলেও হেল্লাস ভেরোনার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।

 

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে কোনো গোল না পেলেও ম্যাচের ৪৯তম মিনিটে চিয়েসার পাসে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা রোনালদো। আসরে এটা তার ১৯তম গোল।

 

ম্যাচের ৭৭তম মিনিটে ভেরোনাকে সমতায় ফেরান আন্তোনিন বারাক। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দু'দল। এর ফলে ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন