News71.com
 Sports
 28 Feb 21, 12:19 PM
 376           
 0
 28 Feb 21, 12:19 PM

উয়েফা ২০২০ এককভাবে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিল বৃটিশ সরকার।।

উয়েফা ২০২০ এককভাবে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিল বৃটিশ সরকার।।

 

স্পোর্টস ডেস্কঃ পুনঃনির্ধারিত উয়েফা ২০২০ এককভাবে শুধুমাত্র ইংল্যান্ডে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বৃটিশ সরকার। করোনা ভাইরাসের কারণে গত বছর এই আয়োজন এক বছরের জন্য স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ১১ জুন থেকে এই টুর্নামেন্ট পূর্ব নির্ধারিত ইউরোপের ১২টি শহরেই শুরু হবার কথা রয়েছে। এই প্রথমবার কোনো একক দেশে নয় বরং ইউরোপের ১২টি শহরে এই টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে।

 

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু কোভিড-১৯’র কারণে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তা টুর্নামেন্ট আয়োজনে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাইরাসে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বৃটেনে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি। কিন্তু ইতোমধ্যেই অন্তত এক ডোজ করে ভ্যাকসিন নিয়েছেন ১৮ মিলিয়ন বৃটিশ নাগরিক। জুলাইয়ে প্রায় সব নাগরিককে ভ্যাক্সিন দেবার কাজটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

 

ভ্যাকসিনেশনের দিক থেকে সফলতা বিবেচনায় পুরো ইউরো টুর্নামেন্ট এককভাবে ইংল্যান্ডে আয়োজনের বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়ে আসছে। কিন্তু বৃটিশ সরকার আপাতত এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ সম্পর্কে বলেছেন, 'এটা শুধুই একটি সম্ভাবনা। টুর্নামেন্ট কীভাবে আয়োজিত হবে এটা সম্পূর্ণই উয়েফার সিদ্ধান্ত। গতকালই তারা জানিয়েছে পূর্ব নিধারিত সূচি অনুযায়ী ১২টি শহরেই তারা এবারের আসর আয়োজন করতে চায়। আমরা ওয়েম্বলির ম্যাচগুলোসহ যে সাতটি ম্যাচ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে শুধুমাত্র সেগুলো নিয়েই চিন্তা করতে চাই।’

 

জানুয়ারিতে উয়েফার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে করোনা শঙ্কা সত্ত্বেও যে ১২টি শহরে ইউরো ২০২০ আয়োজনের কথা রয়েছে সেখানেই তা আয়োজিত হবে। এবারের আসরের আয়োজক দেশগুলো হলো লন্ডন, গ্লাসগো, ডাবলিন, আমাস্টারডার, কোপেনহেগেন, সেন্ট পিটার্সবার্গ, বিলবাও, মিউনিখ, বুদাপেস্ট, বাকু, রোম ও বুখারেস্ট। আগামী ১১ জুন রোমে টুর্নামেন্ট শুরু হয়ে ১১ জুলাই ওয়েম্বলিতে শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন