স্পোর্টস ডেস্কঃ মাত্র ১২ ঘন্টায় আহমেদাবাদ ম্যাচ শেষ হয়ে যাওয়ায়, ভারত-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট নিয়ে বির্তক-আলোচনা চলছেই। তবে সেই সব আলোচনায় গা না ভাসিয়ে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট নিয়ে মনোযোগি হতে চান ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। তিনি জানিয়েছেন, পিচ নিয়ে সকল আলোচনা থেকে দূরে থাকতে চান। সিরিজের চতুর্থ টেস্ট নিয়ে সকল মনোযোগ দলের। চতুর্থ টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করাই প্রধান লক্ষ্য।
আহমেদাবাদ টেস্টে দাপট দেখিয়েছে স্পিনাররা। প্রথম দিনই ১৩ উইকেটের পতন ঘটে। এরমধ্যে ২টি উইকেট নেন পেসাররা। পরের দিন পতন হওয়া ১৭ উইকেটই নিয়েছেন স্পিনাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষ সেশনে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এই জয়ে তারা সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। ৮৪২ বল লড়াইয়ের পর দ্বিতীয় দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আহমেদাবাদ টেস্ট নিয়ে আলোচনা তুঙ্গে। তবে এসব নিয়ে ভাবতে চান না ইংল্যান্ডের কোচ সিলভারউড।
তিনি বলেন, 'জো রুট ৮ রানে ৫ উইকেট নিয়েছে। তা সত্ত্বেও পিচে যা-ই থাকুক না কেন, ভারত আমাদের থেকে ভালো খেলেছে। আমাদের ক্রিকেটারদের এমন অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি। তবে ভেবেছিলাম পিচ আমাদের আরও সহায়তা করবে এবং আমরা লড়াই করতে পারব। কিন্তু আমরা ভারতের বিপক্ষে ভালো খেলতে পারিনি।'