স্পোর্টস ডেস্কঃ প্রথমার্ধের লিড দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ৫৭ মিনিটেই সমতায় ফেরে মোহামেডান। এরপর এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই দলই যখন মরিয়া, তখন মাঠের উত্তেজনা ছড়ায় ডাগআউটে। শুরুতে শন লেন ও চট্টগ্রাম আবাহনী ম্যানেজার আরমান আজিজের কথা-কাটাকাটি। এর মাঝখানে দৌড়ে এসে মোহামেডান দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স ধাক্কা মারেন আরমানকে। আরমানও তেড়ে যেতে চাইলে দুই ডাগআউটেই উত্তাপ ছড়ায়। শেষ পর্যন্ত দুই কর্মকর্তাকেই লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন রেফারি ভুবন মোহন তরফদার।
পরে খেলা শুরু হলেও অবশ্য জয়সূচক গোলটি পাওয়া হয়নি কোনো দলের। তাতে দুই দলেরই সমান ১৬ পয়েন্ট এখন। গোল ব্যবধানে মোহামেডান এগিয়ে ষষ্ঠ স্থানে। এক ম্যাচ কমও খেলেছে শন লেনের দল। ৬২ মিনিটে যে ঘটনায় উত্তেজনা ছড়ায় তা এড়ানো যেতই। আতিকুজ্জামান থ্রো নিতে গিয়ে সামনে দাঁড়ানো রাকিব হোসেনের গায়ে মারেন সরাসরি। রাকিব তাতে পড়ে গেলে মোহামেডান ডাগআউটের দিকে তেড়ে আসেন আরমান, এর পরই প্রিন্সের ওই কাণ্ড।