News71.com
 Sports
 27 Feb 21, 02:04 PM
 356           
 0
 27 Feb 21, 02:04 PM

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ-মিলান মুখোমুখি।।

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ-মিলান মুখোমুখি।।

 

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের শিরোপা সাতটি। আর তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ঐতিহ্যবাহী দল দুটি এখন নিজেদের ছায়া, নেমেও গেছে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপায়। শুক্রবারের ড্র’তে শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে তারা। পরশু রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ম্যানইউ। প্রথম লেগে তারা জিতেছিল ৪-০ গোলে। আর এসি মিলান ১-১ গোলে ড্র করে রেডস্টার বেলগ্রেডের সঙ্গে। প্রথম লেগেও ড্র ছিল ২-২-এ। তবে প্রতিপক্ষের মাঠে বেশি গোলের সুবাদে শেষ ষোলোর টিকিট মিলানের।

 

এ ছাড়া গতকালের ড্রতে হোসে মরিনহোর টটেনহাম প্রতিপক্ষ পেয়েছে ডিনামো জাগরেবকে। রোমা মুখোমুখি হবে শাখতার দোনেস্কর আর গ্রানাদা খেলবে মোলদের বিপক্ষে। পরশু নাপোলির কাছে ২-১ গোলে হেরেছিল গ্রানাদা। তবে প্রথম লেগে ২-০ গোলে জেতায় পরের রাউন্ডের টিকিট স্প্যানিশ দলটিরই। ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিল বিদায় নিয়েছে আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে। প্রিমিয়ার লিগের লিস্টার সিটিরও খেলা হচ্ছে না শেষ ষোলোতে। তাদের ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্লাভিয়া প্রাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন