স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারাতে দু’দিনও লাগলো না ভারতের। আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা অনেকটা বাকি থাকতেই বিশাল জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ভারতের অবিস্মরণীয় জয়ের নায়ক অক্ষর প্যাটেল। সাদা পোশাকের ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার ম্যাচে রেকর্ড গড়েছেন এই ২৭ বছর বয়সী স্পিনার। প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট পাওয়া অক্ষর পুরো ম্যাচে ৭০ রান খরচে তুলে নিয়েছেন ১১ (৬+৫) উইকেট, যা দিনরাতের টেস্টে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার।