স্পোর্টস ডেস্কঃ তিনি ব্যাটসম্যান হিসেবে বিখ্যাত, মোটেও কোনো নিয়মিত বোলার নন। কালেভদ্রে তাকে বল হাতে দেখা যায় দলের একান্ত প্রয়োজনে। আহমেদাবাদে চলমান তৃতীয় টেস্টে সেই জো রুট ভারতের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন। মাত্র ৮ রান খরচায় তিনি নিয়েছেন ৫ উইকেট। ঘরের মাঠে মাত্র ১৪৫ রানে প্যাকেট হয়ে গেছে স্বাগতিক ভারত।
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে অল-আউট হয় ইংল্যান্ড। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। জবাবে ব্যাটিংয়ে নেমে ভারতীয়রাও স্পিন আক্রমণের মুখে পড়ে। ঋষভ পন্থকে (১) দিয়ে শিকার ধরা শুরু করেন রুট। একে একে তিনি তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন (১৭), ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০) এবং জসপ্রিত বুমরাহকে (১)।