News71.com
 Sports
 20 Feb 21, 08:17 PM
 431           
 0
 20 Feb 21, 08:17 PM

ফুটবল॥সবুজ-রবিনহোর গোলে সাইফকে হারাল বসুন্ধরা কিংস

ফুটবল॥সবুজ-রবিনহোর গোলে সাইফকে হারাল বসুন্ধরা কিংস

 

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দশম রাউন্ডে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের হয়ে একটি করে গোল করেন তৌহিদুল আলম সবুজ ও রবসন রবিনহো। আর সাইফের হয়ে একমাত্র গোলটি করেন জন ওকোলি।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে জন ওকোলির গোলে এগিয়ে যায় সাইফ। তবে প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে লিড নেয় বসুন্ধরা কিংস। ৩৩তম মিনিটে গোল করেন তৌহিদুল আলম সবুজ। আর ৪ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর দুর্দন্ত গোলে বসুন্ধরা কিংসের জয় নিশ্চিত হয়। যদিও দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল সাইফ। ৮৩তম মিনিটে ফাউল থেকে পেনাল্টি পাওয়া দলটি গোল বঞ্চিত হয়। কেনেথ ইকেচুকুর শট ফিরিয়ে দেন বসুন্ধরা কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন