News71.com
 Sports
 19 Feb 21, 01:56 PM
 375           
 0
 19 Feb 21, 01:56 PM

আইপিএল॥ শচীনপুত্র অর্জুনকে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল॥ শচীনপুত্র অর্জুনকে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স

 

স্পোর্টস ডেস্কঃ আইপিএল-২০২১ এর নিলামে দল পেয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। পিতা শচীনের মতোই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন এই তরুণ বাঁহাতি পেসার। চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। শুরুতে দল পাওয়া নিয়ে সংশয় দেখা দিলেও নিলামের শেষ দিকে ২০ লাখ রুপিতে অর্জুনকে কিনে নেয় মুম্বাই।

 

বিখ্যাত ক্রিকেটার বাবার মতোই ক্রিকেটার হয়েছেন অর্জুন। কিন্তু বাবার মতো ব্যাটসম্যান হননি। হয়েছেন বাঁহাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার পর আইপিএলের গত আসরেই তার প্রতি আগ্রহ দেখায় মুম্বাই। এমনকি রোহিত শর্মাদের নেট বোলার হিসেবেও দেখা গেছে তাকে। আইপিএলের নিলামের কিছুদিন আগেই ৭৩তম পুলিশ ইনভাইটেশন শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে ৩১ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। এক ওভারে মেরেছেন ৫টি ছক্কা! এরপর বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন