স্পোর্টস ডেস্কঃ রাশিয়ান বাছাই আসলান কারাতসেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা সেমিফাইনালে জিতেছেন ৬-৩, ৬-৪ ও ৬-২ ব্যবধানে। গ্র্যান্ড স্ল্যামের উন্মুক্ত যুগে পুরুষ এককে অভিষেকেই শেষ চারে ওঠে ইতিহাস গড়েন র্যাংকিংয়ে ১১৪ তম স্থানে থাকা কারাতসেভ। শেষ চারে জোকোভিচের বিপক্ষে প্রথম সেটে লড়াই করে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি। তবে তৃতীয় সেটে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন ৮ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জোকোভিচ।