স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম ফ্রাঞ্চাইজি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এই প্রতিযোগিতায় ২০০৮ সাল থেকে খেলছে তার দলটি। কিন্তু আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি। বহুবার অধিনায়ক বদলেও খেতাব জয়ের স্বাদপূরণ হয়নি। আর এবার দলের নামটিই বদলে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের আসন্ন আসরে নাম বদলে নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। নতুন নাম হলো ‘পাঞ্জাব কিংস’। মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা ও করণ পালের যৌথ মালিকানায় থাকা কিংস ইলেভেন পাঞ্জাব এবার মাঠে নামবে পাঞ্জাব কিংস নামে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ বছরের ইতিহাসে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। তারা একবার রানার্সআপ হয় এবং একবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে শেষ করে।