স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ১৪ বছর পর আগামী জুলাই মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সর্বশেষ ২০০৭ সালের জুনে এক ম্যাচের সিরিজ খেলতে প্রোটিয়ারা আয়ারল্যান্ড সফর করেছিল। আসন্ন সফরে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এ পর্যন্ত ৫ বার মুখোমুখি হলেও এর আগে টি-টোয়েন্টিতে কখনো মুখোমুখি হয়নি দল দুটি। ১১, ১৩ ও ১৬ জুলাই মালাহিডে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টিগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৫ জুলাই।