স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে তিনি হারিয়েছেন ইতালির ফ্যাবিও ফগনিনিকে। এদিকে নারী এককে শীর্ষ আটে উঠেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুশোভা ও বিশ্বসেরা টেনিস তারকা অ্যাশলে বার্টি। সেই ২০০৯ এর কথা। এরপর আর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের।