স্পোর্টস ডেস্কঃ কখনো তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও বেশিরভাগ মানুষ সন্দেহ পোষণ করেন। চলতি সপ্তাহেই আইপিএলের নিলাম। তার আগে নিজের জাত চেনালেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। ৭৩তম পুলিশ ইনভাইটেশন শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে ৩১ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। এক ওভারে মেরেছেন ৫টি ছক্কা। এরপর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অর্জুনের দাপুটে পারফরম্যান্সে এমআইজি ১৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে। ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীনের পুত্র এমনিতে বোলার। তবে ব্যাট হাতেও যে তিনি জ্বলে উঠতে পারেন তার প্রমাণ মিলল এই ম্যাচে। অফ স্পিনার হাসি দাফেদারের এক ওভারে পরপর ৫ টি ওভার বাউন্ডারি হাঁকান। নিজের ইনিংসে অর্জুন ৮টি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি মেরেছেন।