News71.com
 Sports
 15 Feb 21, 12:16 PM
 640           
 0
 15 Feb 21, 12:16 PM

টেনিশ॥ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা-ওসাকা

টেনিশ॥ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা-ওসাকা

 

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস ও জাপানিজ নাওমি ওসাকা।মেলবোর্নে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কার মুখোমুখি হন সেরেনা উইলিয়ামস। শুরুতে র‌্যাকেটের ঝড় তুলে আধিপত্য বিস্তার করে সেরেনা। এই মার্কিন তারকা প্রথম সেট জিতে নেন ৬-৪ গেমে। অবশ্য পরের সেটে ঘুরে দাঁড়ান অ্যারিনা।

 

তবে তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তোলেন সেরেনা উইলিয়ামস। ব্যাকহ্যান্ডের কারিশমা দেখিয়ে ৬-৪ গেমে সেট জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখেন ২৩টি গ্র্যান্ডস্লামজয়ী। এদিকে, সেরেনার জয়ের দিনে শেষ আটে উঠেছেন নাওমি ওসাকা। যদিও স্প্যানিশ মুগুরুজা ৬-৪ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান। এরপর দাপট দেখিয়ে পরের দুই সেট ৬-৪,৭-৫ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেন জাপানিজ নাওমি ওসাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন