স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে হার, ঢাকা টেস্টের প্রথম দুই দিনেই দলের পিছিয়ে পড়া। সবমিলিয়ে অধিনায়ক মুমিনুল হকের সময়টা ভালো যাচ্ছে না। সমালোচনাও হয়েছে বিস্তর। কিন্তু অভিজ্ঞ তামিম ইকবালের পূর্ণ সমর্থন পাচ্ছেন মুমিনুল।
তামিমের মতে, মুমিনুলই টেস্ট নেতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মুমিনুলের নেতৃত্ব নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তার রক্ষণাত্মক মেজাজ। চট্টগ্রাম টেস্টে আগ্রাসী ছিলেন না তিনি। মূল চার বোলারের বাইরে কাউকে বোলিংয়ে এনে ঝুঁকি নিতে দেখা যায়নি। ফিল্ডিং নিয়েও ছিল বিস্তর সমালোচনা।
কিন্তু তামিমের মতে, মুমিনুলের বিকল্প আপাতত নেই। তাকে আরও সময় দেওয়ার পক্ষেই মত দিলেন এই ওয়ানডে অধিনায়ক। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের খেলা শেষে মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি সে (মুমিনুল) এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি। টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন এটা একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক কঠিন।