স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়ী জীবন থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই জাতীয় দলের নির্বাচক হয়ে গেছেন সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। অন্যদিকে শাহরিয়ার নাফীসকে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির মত গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষস্থানীয় পদে নিযুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে দুজন এবার আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করতে যাচ্ছেন।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করবেন রাজ্জাক এবং নাফীস। এদিন দুপুর ১২টায় 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।